কেউ বিজেপিতে যাচ্ছেন না বললেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান
পুরাতন মালদা পুরসভার কোনও কাউন্সিলর দল পরিবর্তন করে বিজেপিতে যাচ্ছেন না। ১৪ জন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ।
উল্লেখ্য, কয়েকদিন আগে পুরাতন মালদা বিজেপি নগর মণ্ডল কমিটির সভাপতি চন্দন দে জানিয়েছিলেন, লোকসভা ভোটের ফল প্রকাশ হওয়ার পরেই কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি পুরসভার বোর্ড পরিবর্তন হয়েছে৷ পুরাতন মালদা পুরসভার প্রচুর মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন৷ পুরসভার অনেক কাউন্সিলর বিজেপিতে যোগ দিতে চাইছেন৷ ১২-১৩ জন কাউন্সিলর ইতিমধ্যে তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন৷ চন্দনবাবু আরও বলেন, তিনি চাইলে ৭২ ঘণ্টার মধ্যে পুরাতন মালদা পুরবোর্ড দখল করতে পারেন৷
চন্দনবাবুর এই দাবির জবাব দিতে আজ সাংবাদিক বৈঠক ডেকেছিলেন পুরাতন মালদা পুরসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কার্তিক ঘোষ৷ তিনি বলেন, লোকসভা ভোটে পুরাতন মালদা পুরসভায় তৃণমূলের ফল খারাপ হয়েছে, কারণ বিজেপি ধর্মকে ভিত্তিকে করে ভোট করেছে। তবে লোকসভা ভোট আর পুরভোট এক নয়৷ ২০১৫ সালে তাঁরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হয়ে এই পুরবোর্ড দখল করেছিলেন৷ এবারও মানুষ তৃণমূলের উন্নয়নের পাশে থাকবে। কার্তিকবাবু আরও বলেন, বিজেপির এক নেতা বলেছেন, ১৪-১৫ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেবেন, তিনি বলছেন ৭২ ঘণ্টার মধ্যে পুরসভার বোর্ড বদল হয়ে যাবে৷ ওই বিজেপি নেতার দাবি খণ্ডন করতেই আজকের এই সাংবাদিক বৈঠক৷ আমি মনে করি, এই পুর এলাকায় বিজেপির রাজনৈতিক অস্তিত্ব নেই৷ বিজেপি নেতারা প্রচার পাওয়ার জন্য এভাবে মানুষকে বিভ্রান্ত করছেন৷
ความคิดเห็น