তিন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল
জেলা পরিষদের তিন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল। আজ জেলা পরিষদের সহকারী সভাধিপতি চন্দনা সরকার ও অন্যান্য সদস্যরা ডিভিশনাল কমিশনারের কাছে অনাস্থা পেশ করেন।
গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন বনভূমি কর্মাধ্যক্ষ পিংকি সরকার মাহাতো ও মৎস্য কর্মাধ্যক্ষ সরলা মুর্মু। আবার দলের বিরুদ্ধে রতুয়া বিধানসভা কেন্দ্র থেকে নির্দল হিসেবে লড়াই করেছিলেন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পায়েল খাতুন। আগেই সভাপতির বিরুদ্ধে অনাস্থা এসেছে তৃণমূল। সংখ্যাগরিষ্ঠতায় অপসারণও হয়েছে সভাধিপতির। এবার এই তিন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল।
চন্দনা সরকার জানান, দলবিরোধী কাজ করায় এই তিন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনা হল। আশা করা যাচ্ছে, অনাস্থা প্রক্রিয়া শেষ হলেই জেলা পরিষদের নতুন সভাধিপতির নাম ঘোষণা করবে রাজ্য নেতৃত্ব।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments