লোকসভাতে তৃণমূলের সঙ্গে জোট নয়, সাফ জানালেন মহম্মদ সেলিম
২৪-এর লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে এক বৈঠকে অংশ নিতে দেখা গিয়েছে পাটনায়। একসঙ্গে বৈঠক সেরেছেন রাহুল গান্ধি – মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যে রাহুল গান্ধির কংগ্রেস সিপিএমের হাত ধরে তৃণমূলকে ক্ষমতাচ্যূত করতে লড়াই চালাচ্ছে। এই পরিস্থিতিতে সাফ তৃণমূলের সঙ্গে জোট না করার কথা উঠে এল সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের গলায়৷
আজ দলীয় প্রার্থীদের প্রচারে মালদায় আসেন মহম্মদ সেলিম। প্রচারের আগে সিপিআইএমের জেলা কার্যালয় মিহির দাস ভবনে সাংবাদিক বৈঠক করেন তিনি৷ সেলিম বলেন, “এরাজ্যে দুর্নীতি আর দুষ্কৃতীর চক্র গত ১০ বছরে আরও জাঁকিয়ে বসেছে৷ আর বিজেপি এবং আরএসএস ঢুকে হিন্দু আর মুসলিমকে আলাদা করার চেষ্টা করে সবাইকে গুলিয়ে দিয়েছে৷ বাংলায় যখন কোনও ঘটনা ঘটছে, তৃণমূল তৃণমূলকে খুন করছে, তখনও বিরোধী সিপিআইএম, কংগ্রেস বা আইএসএফের নামে মামলা করা হচ্ছে৷ গত এক মাসে সিপিআইএমের হাজার জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ বিজেপি বলছে, বিরোধীশূন্য ভারত আর তৃণমূল বলছে, বিরোধীশূন্য বাংলা৷ এসবের জন্যই খুনোখুনি হচ্ছে৷ এরা তো এত বিকাশ, এত উন্নয়ন করেছে তবে মানুষের রায় নিতে এত ভয় কেন? আজ যারা তৃণমূলে আছেন, তাদের অনেকেই হয় কংগ্রেস বা বামফ্রন্টে পাড়ি দেবেন৷ যাঁরা চোর নন, তাঁদের আমরা সবসময় স্বাগত জানিয়েছি৷ ইতিমধ্যে তৃণমূলের সাত বিধায়ক বলেছেন, তৃণমূলে আর থাকা যাচ্ছে না৷
গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন, সিপিআইএম বড্ড বেড়েছে। এই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে সেলিম বলেন, এখানে ঘরের টাকা, অঙ্গনওয়াড়ির টাকা, মিড ডে মিলের টাকা লুট হচ্ছে৷ তখন তাঁর রাগ হয় না। আমরা চোর ধরতে, জেলে ভরতে বললেই উনি রেগে যান। ওনার কাছে বোমার শব্দে শব্দ দূষণ হয় না। এত এত ব্যানারে দৃশ্য দূষণ হয় না। শুধু চুরির প্রতিবাদ করলেই দূষণ হয়। রাজ্যের সংস্কৃতি, ভাষা নষ্ট করেছে৷ এদের জন্য বেশি শব্দ খরচ না করায় ভালো।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Komentarze