top of page

দ্রাবিড়ভূমি পেরিয়ে নিপা আতঙ্ক বঙ্গে

এই মুহূর্তে গোটা রাজ্যে একটিই আতঙ্ক৷ নিপা৷দ্রাবিড়ভূমি পেরিয়ে ইতিমধ্যে এই আতঙ্ক চলে এসেছে বঙ্গভূমে৷ কাঁপছে বঙ্গবাসী৷মালদাও তার ব্যতিক্রম নয়৷যদি ঠান্ডা মাথায় ভেবে দেখা যায়, তবে এই জেলার মানুষের আতঙ্ক আকাশ ছুঁতে পারে৷

নিপা ভাইরাস কী? মূলত বাদুড় ও শূকরের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে৷যে সমস্ত বাদুড় ফলের উপর নির্ভরশীল, তাদের লালাতেই এই ভাইরাসের উপস্থিতি টের পাওয়া যায় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা৷বাদুড়ের আধ খাওয়া ফল কিংবা এই রোগে সংক্রমিত পশুর মাংস পুরোপুরি সিদ্ধ করে না খাওয়া হলে তা মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে৷এই ভাইরাসের সংক্রমণে প্রথমে সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতো জ্বর, শরীরে ব্যথার মতো উপসর্গ দেখা দেয়৷তার সঙ্গে থাকতে পারে গলায় প্রবল ব্যথা ও বমি৷পরবর্তীতে এই সমস্ত উপসর্গের সঙ্গে যোগ হবে শ্বাসকষ্ট৷সংক্রমিত ব্যক্তি ক্লান্তিতে আচ্ছন্ন হয়ে পড়বে৷ভাইরাস শরীরে পুরোপুরি ছড়িয়ে পড়লে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সংক্রমিত ব্যক্তি কোমায় চলে যাবে৷সঠিক সময়ে চিকিৎসা শুরু হলেও সংক্রমিত ব্যক্তির বাঁচার আশা মাত্র ২৫ শতাংশ৷তেমনটাই জানিয়েছে এদেশের চিকিৎসক মহল৷


Nipah Virus

১৯৯৮ সালে মালয়েশিয়ার কামপুং সানগাই নিপা নামে এক জায়গায় এই ভাইরাস প্রথম আত্মপ্রকাশ করে৷ ২০০৪ সালে বাংলাদেশেও এই ভাইরাস হামলা চালিয়েছিল৷ চলতি বছর এদেশে প্রথমে কেরলে এই ভাইরাসের উপস্থিতি টের পাওয়া যায়৷ কেরলের সীমানা পেরিয়ে কর্ণাটকে ঢুকে পড়তে তার সময় লাগেনি৷ এবার পশ্চিমবঙ্গেও নিপার উপস্থিতি টের পাওয়া গিয়েছে৷ যদিও সরকারিভাবে এখনও তা স্বীকার করা হয়নি৷

মালদা ফলের জেলা হিসাবেই পরিচিত৷আম ও লিচুর অফুরন্ত ভাণ্ডার এই জেলা৷জেলাবাসীর একাংশের মতে, এতেই ঘনিয়ে আসছে বিপদ৷ লিচু বাদুড়ের অত্যন্ত পছন্দের ফল৷সাম্প্রতিক সময়ে কালিয়াচকের বিস্তীর্ণ এলাকায় লিচু উৎপাদনের সময় হঠাৎ মৃত্যু হয়েছিল বেশ কিছু শিশুর৷

সেই সময় স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল, লিচি সিনড্রোমে আক্রান্ত হয়ে ওই শিশুদের মৃত্যু হয়েছে৷সেই সময়ও ওই এলাকার শিশুদের লিচু না খাওয়ানোর নিদান দেওয়া হয়েছিল৷তখন অবশ্য নিপার বিষয় সাধারণ মানুষ এতটা জানত না৷ কিন্তু ওই এলাকার বাসিন্দারা এখন দাবি করছেন, যে সব শিশু সেই সময় মারা গিয়েছিল, তাদেরও নিপার আক্রমণের মতোই উপসর্গ দেখা গিয়েছিল৷ তবে কি সেই শিশুরা নিপারই শিকার? উত্তর অবশ্য জানা নেই৷ এবারও লিচুর মরশুম শুরু হয়ে গিয়েছে৷বাজারে নামতেও শুরু করেছে লাল লিচু৷ লোভনীয়৷ কিন্তু তার মধ্যেই মারণ ভাইরাস লুকিয়ে নেই তো? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবারও কালিয়াচকের লিচু বাগানগুলিতে বাদুড়ের আবির্ভাব ঘটেছে৷ জেলার চিকিৎসকদের একটি মহলের বক্তব্য, ফল খাওয়া ভালো৷ তবে বর্তমান পরিস্থিতিতে অবশ্যই সকলের সতর্ক থাকা উচিত৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ความคิดเห็น


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page