top of page

ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নীহারের

বাংলার শ্রমিকদের ভিনরাজ্যে নিরাপত্তা নেই। মৃত পরিযায়ী পরিবারের সঙ্গে দেখা করার পর মন্তব্য করলেন চাঁচল বিধানসভার তৃণমূল প্রার্থী নীহাররঞ্জন ঘোষ।


আজ চাঁচলের মতিহারপুরের মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে যান তৃণমূলের প্রার্থী নীহাররঞ্জন ঘোষ। মৃতের পরিবারকে সমবেদনার জানানোর পাশাপাশি নির্বাচনি আচরণ বিধি থাকায় এখন কিছু করা যাচ্ছে না বলেও জানান তিনি। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলার শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন নীহারবাবু।



উল্লেখ্য, প্রায় দেড় মাস আগে ঠিকাদার অর্জুন দাসের নেতৃত্বে হায়দ্রাবাদে নির্মাণ শ্রমিকের কাজের জন্য যান মাবুদ আলি। সেখানে বেশ কিছুদিন কাজ করার পরে কাজের পারিশ্রমিক চাওয়ায় মাবুদকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরে গুরুতর আহত হয়ে প্রাণের ভয়ে ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মাবুদ। ট্রেন কলকাতা পৌঁছতেই দেখা যায় ট্রেনের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে মাবুদ। রেলপুলিশ মাবুদের দেহ উদ্ধার করে নিয়ে যায়। খবর পেয়ে মৃত শ্রমিকের স্ত্রী ও বৃদ্ধ বাবা চাঁচল থানার দ্বারস্থ হন। এই ঘটনায় অর্জুন দাসের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী জাবেদা বিবি।




নীহারবাবু বলেন, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পারিশ্রমিক চাওয়াতেই কোনো উস্কানিতে পিটিয়ে খুন করা হয়েছে চাঁচলের পরিযায়ী শ্রমিক মাবুদ আলিকে। ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পশ্চিমবঙ্গেও কাজ করেন, ব্যবসা করেন। বাংলায় কিন্তু এমন অপ্রীতিকর ঘটনা ঘটে না। এই ঘটনায় ফের প্রমাণ করল বাংলার শ্রমিকদের ভিনরাজ্যে কোনও নিরাপত্তা নেই।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

تعليقات


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page