top of page

পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে পুলিশের সাথে ধস্তাধস্তি

পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে জাতীয় সড়ক অবরোধ কামতাপুর পিপলস পার্টির। অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি নেতা-কর্মীদের। বাধ্য হয়ে মৃদু লাঠিচার্জ পুলিশের। এই ঘটনায় পাঁচজনকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে গাজোলের ঘাকশোল মোড়ে। ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা।


পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে আজ দুপুরে ঘাকশোল মোড়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন কামতাপুর পিপলস পার্টির কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজোল থানার পুলিশ। পুলিশকর্মীরা অবরোধ তোলার আবেদন জানালেও পুলিশের আবেদনে সাড়া না দিয়ে নিজেদের দাবিতে পথ অবরোধ চালিয়ে যেতে থাকেন কেপিপি সদস্যরা। শেষ পর্যন্ত পুলিশ মৃদু লাঠিচার্জ করে অবরোধ তোলেন। এই ঘটনায় আটক করা হয় পাঁচ কেপিপি নেতা-কর্মীকে। ধৃতদের মধ্যে রয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বর্মনও।



কেপিপির এক সদস্য নির্মল রায় জানান, দীর্ঘদিন ধরেই কেপিপি পৃথক রাজ্যের দাবি জানিয়ে আসছে। কিন্তু কেন্দ্র কিংবা রাজ্য সরকার এই দাবিকে মান্যতা দিচ্ছে না। তাই পৃথক রাজ্যের দাবিতে আজ শান্তিপূর্ণভাবে পথ অবরোধ করা হয়েছিল। অবরোধ শুরু করতেই পুলিশ লাঠিচার্জ করে। কেন্দ্রীয় কমিটির নেতা সুভাষ বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ।


ধৃত সুভাষ বর্মন বলেন, গণতান্ত্রিক দেশে সবার প্রতিবাদ আন্দোলন করার অধিকার পুলিশ বেআইনিভাবে লাঠি চালিয়েছে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করেছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page