top of page

রাস্তায় কুড়িয়ে পেলেন সদ্যোজাতকে, দত্তক নিতে আগ্রহী ফেরিওয়ালা

সদ্যোজাত শিশুকন্যা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হরিশ্চন্দ্রপুরের ভালুকা গ্রামপঞ্চায়েত এলাকায়। এক ফেরিওয়ালা ওই সদ্যোজাত শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ভালুকা ফাঁড়ির পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে এলাকার এক ফেরিওয়ালা ভালুকা থেকে পেমাই যাওয়ার পথে একটি কালভার্টের নিচে শিশুকন্যার কান্নার আওয়াজ শুনতে পান। তিনি কালভার্টের নিচে গিয়ে দেখেন এক সদ্যোজাত কন্যা ব্রিজের তলায় পড়ে রয়েছে। তড়িঘড়ি ওই ফেরিওয়ালা শিশুটিকে উদ্ধার করে নিয়ে থানায় নিয়ে যান। পুলিশের পরামর্শে তিনি শিশুটিকে স্থানীয় ভালুকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করেন। সেখানে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। উদ্ধারকারী ওই ফেরিওয়ালা জানিয়েছেন, তাঁর চার ছেলে। কোনও মেয়ে নেই। তিনি ওই শিশুকন্যাটিকে দত্তক নিতে চান।



ভালুকা ফাঁড়ির পুলিশ জানিয়েছে, একটি কালভার্টের নিচ থেকে ওই শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। কে বা কারা ওই সদ্যোজাত শিশুকে সেখানে ফেলে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page