প্রয়াত জওয়ানের নামে নতুন রাস্তা, সুধন্য ঘোষ স্কোয়ার
top of page

প্রয়াত জওয়ানের নামে নতুন রাস্তা, সুধন্য ঘোষ স্কোয়ার

মুম্বই হামলায় সন্ত্রাসবাদীর নাম আমাদের মনে থাকে৷ মনে থাকে সিরিয়াল কিলারের নামটাও৷ কিন্তু বাড়িঘর ছেড়ে প্রতিদিন যাঁরা সীমান্তে লড়ছেন, প্রাণ দিচ্ছেন, শহিদ হচ্ছেন সেইসব জওয়ানদের নাম ক’জন স্মরণ করেন? কার্গিল যুদ্ধে প্রথম শহিদ যে একজন বঙ্গসন্তান হয়েছিলেন, সেই ক্যাপটেন কণাদ ভট্টাচার্যের নামই বা আমাদের ক’জনের মনে আছে বলুন তো?


না, মনে থাকে না৷ এই লজ্জা ঘোচাতে এবার এগিয়ে এল ইংরেজবাজার পুরসভা৷ পুরসভার উদ্যোগে এক প্রয়াত জওয়ানের নামে রাস্তার নাম রাখা হল ‘সুধন্য ঘোষ স্কোয়ার৷’ সুধন্যবাবুর জন্মদিনেই শহরের ২২ নম্বর ওয়ার্ডের মাতাল মোড়ের নতুন নামকরণ করা হয় তাঁর নামে৷

ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা নরেন্দ্রনাথ তিওয়ারি এপ্রসঙ্গে বলেন, এলাকার নাম মাতাল মোড় ছিল৷এই নাম পালটে প্রয়াত জওয়ান সুধন্য ঘোষের নামে, সুধন্য ঘোষ স্কোয়ার নাম রাখা হয়েছে৷তাছাড়া তাঁর বাড়ির সামনে আবক্ষমূর্তিও বসানো হয়েছে৷ ভারতের একজন বীর জওয়ানকে এভাবে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত৷

উল্লেখ্য, ১৯৪১-এর ১৭ জুন বাংলাদেশের রাজশাহী জেলার ঘোষপাড়ায় জন্ম সুধন্য ঘোষের৷ছেলেবেলা কেটেছে তৎকালীন পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশে৷এপার বাংলায় এসে ১৯৬৩ তে ভারতীয় সেনায় যোগ দেন তিনি৷ ১৯৬৫ ও ১৯৭১-র ভারত-পাক যুদ্ধে লড়েছেন তিনি৷সেনাবাহিনীতে বীরত্বের জন্য একাধিক পুরস্কার পেয়েছেন৷ ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধের পশ্চিমি স্টার মেডেল পেয়েছেন সুধন্যবাবু৷১৯৮৭ তে সেনা থেকে অবসর নেন৷আর ২০১৫ র ২৮ জুন ইহলোকের মায়া ত্যাগ করে চলে যান৷কোনো সেনা জওয়ানের নামে মালদা শহরে রাস্তার নামকরণ এই প্রথম৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page