নতুন জেলা নয়, নতুন পাঁচটি থানা হচ্ছে জেলায়
ডিসেম্বরেই নতুন পুলিশ জেলা হওয়ার কথা ছিল মালদায়। তবে পুলিশ সূত্রে খবর, নতুন পুলিশ জেলার বদলে নতুন পাঁচটি থানা হতে চলেছে। জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, জেলার নিরাপত্তা বাড়াতে নতুন কয়েকটি থানা করার প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবে হরিশ্চন্দ্রপুর থানাকে তিনভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাঁচল, গাজোল ও কালিয়াচক থানাকে দুভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালিয়াচককে ভাগ করে সুজাপুরে একটি থানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোলাপগঞ্জ ফাঁড়িকে থানায় নিয়ে আসার প্রস্তাব আগে থেকেই ছিল। আগে জেলাতে অনেক কম অভিযোগ দায়ের হতো। এখন সেই পরিমানটা অনেক বেড়েছে। অথচ পুলিশকর্মীর সংখ্যা প্রায় সম সংখ্যক রয়েছে। নতুন পুলিশ জেলা নিয়ে পুলিশ সুপার কিছু না বললেও পুলিশ সূত্রে অনুযায়ী আপাতত নতুন পুলিশ জেলার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
ছবিঃ গৌতম কর্মকার
Comments