top of page

গম্ভীরা গানের মধ্য দিয়ে প্রচারে নির্বাচন কমিশন

ভোটারদের সচেতন করতে অভিনব উদ্যোগ গ্রহণ করল মালদা জেলা নির্বাচন কমিশন। প্রত্যন্ত এলাকার মানুষদের ভোটদানের গণতান্ত্রিক অধিকার বোঝাতে সচেতনতা মূলক প্রচার শুরু হয়েছে। মালদার ঐতিহ্য গম্ভীরা গানকে হাতিয়ার করেই গ্রাম্য এলাকার মানুষের মধ্যে প্রচার চালানো হচ্ছে। ইতিমধ্যেই মানিকচক ব্লকের একাধিক এলাকাজুড়ে এই প্রচার অভিযানে নেমেছে নির্বাচন কমিশনের কর্মীরা।


একুশের নির্বাচনে সপ্তম ও অষ্টম দফায় ভোট রয়েছে মালদা জেলায়। তার আগে সাধারণ মানুষকে ভোট সম্পর্কে সচেতন করতে নেমে পড়েছে নির্বাচন কমিশন। গ্রাম্য এলাকার মানুষদের নির্ভয়ে ভোটদান ও ভোটদানের গণতান্ত্রিক অধিকার বোঝাতে গম্ভীরা গানের মধ্য দিয়ে প্রচার চালাচ্ছে নির্বাচন কমিশন। গানের মধ্য দিয়ে ইভিএম, ভিভিপ্যাড সহ ভোটদানের বিভিন্ন যন্ত্রাংশের ব্যবহার ও নিজের পছন্দের প্রার্থীকে কীভাবে ভোট দিতে হবে তা বোঝানো হচ্ছে।



[ আরও খবরঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার সভাস্থল পরিদর্শন ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page