বাস্তুভিটাতে ঘর বানানো নিয়ে বিবাদে প্রতিবেশীর হাতে ছুরিকাহত হলেন এক যুবক। রবিবার ঘটনাটি ঘটেছে চাঁচল থানার ভগবানপুর গ্রামপঞ্চায়েতের বেলপুকুর গ্রামে। আক্রান্ত যুবক বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আক্রান্ত যুবকের নাম মোস্তাফা আলম (২৫)। বাড়ি চাঁচলের ভগবানপুর গ্রামপঞ্চায়েতের বেলপুকুর গ্রামে। সম্প্রতি পরিবারকে নিয়ে ভিনরাজ্যে কাজে গিয়েছিলেন তাঁর বাবা তফজুল হোসেন। অভিযোগ, কয়েকদিন আগে বাড়ি ফিরে দেখেন তাঁর বাস্তুভিটাতে ঘর তৈরি করেছে প্রতিবেশী দুই ভাই আনসারুল ও মিনসারুল। ঘটনার প্রতিবাদ করে তফজুল। উভয়পক্ষ বৃহস্পতিবার জমি পরিমাপের সিদ্ধান্ত নেয়। তবে রবিবার রাতেই ফের বাড়ির কাজ শুরু করে দেন অভিযুক্তরা। প্রতিবাদ করতেই বিবাদ শুরু হয়। এরপরেই অভিযুক্তরা মোস্তাফাকে ছুরি দিয়ে আঘাত করে। বর্তমানে মোস্তাফা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।
Bình luận