ফের ক্ষোভ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের, উঠেছে রাজ্যের বিরুদ্ধে গোয়েন্দাগিরির অভিযোগও
ফের রাজ্য সরকার ও জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। এমনকি পুলিশকে দিয়ে কমিশনের ওপরে গোয়েন্দাগিরি করার অভিযোগও তুলেছেন তিনি।
আজ একগুচ্ছ কর্মসূচিতে ইংরেজবাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। নির্যাতিতা পরিবারের সঙ্গে কথাও বলেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, গাজোলের নির্যাতিতা পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য মুখ্য সচিবকে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু সেই চিঠির কোনো উত্তর মেলেনি। একমাস পরেও রাজ্য সরকারের তরফে ওই পরিবারকে সাহায্য করা হয়নি। আজ শিশুদের ওপর নির্যাতনের প্রতিকার শিবিরেও জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসকের দেখা মেলেনি। বিগত কিছু ঘটনা থেকে পরিষ্কার রাজ্য সরকার শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ। এনিয়ে প্রধানমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকে অভিযোগ জানাবেন তিনি।
পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, পুলিশকে দিয়ে কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের ওপর গোয়েন্দাগিরি করানো হচ্ছে। আজ এক এসআইকে হাতেনাতে ছবি তুলতে ধরেছেন তিনি। তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়েছে। এনিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারকে অভিযোগ জানানোর কথা ছিল তাঁর কিন্তু তাঁদের কারো দেখা পাওয়া যায়নি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
留言