top of page

রাজ্যে মাদকদ্রব্য পাচার রুখতে মরিয়া এনসিবি

গাজোলে ফেনসিডিল উদ্ধারের ঘটনায় ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হলেন কলকাতা নারকোটিক কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) তদন্তকারী কর্তারা। সাতদিনের হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে এনসিবি কর্তারা।



সরকারি পক্ষের আইনজীবী সুদীপ্ত গাঙ্গুলি জানিয়েছেন, সোমবার গভীররাতে গাজোল থানার পুলিশের সহযোগিতায় গাজোলের ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি পণ্যবাহী লরিতে অভিযান চালায় কলকাতার এনসিবি কর্তারা। ওই পণ্যবাহী লরি থেকে ২৫ হাজার বেআইনি ফেনসিডিলের বোতল উদ্ধার হয়। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম ধৃতদের নাম পঙ্কজ মিশ্রা, কমলেশ মিনজিহি ও সমু সরকার। ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করেছে আধিকারিকরা।


রাজ্যে মাদকদ্রব্য পাচার রুখতে মরিয়া এনসিবি কর্তারা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক কারবারিদের গোপন ডেরায় হানা দিতেই ধৃত ব্যক্তিদের নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানান এনসিবি কর্তারা।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page