ভোট-পরবর্তী হিংসা খতিয়ে দেখতে মালদায় কমিশনের দল
ভোট-পরবর্তী হিংসা খতিয়ে দেখতে মালদায় এলেন কেন্দ্রীয় জাতীয় মানবাধিকার কমিশনের একটি দল। জাতীয় মাইনরিটি কমিশনের ভাইস চেয়ারম্যান তথা কেন্দ্রীয় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য আতিফ রাশিদের নেতৃত্বে পাঁচজন সদস্যের এই দল বিভিন্ন এলাকায় যায়।
ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য বিজেপির পক্ষ থেকে মানবাধিকার কমিশনে অভিযোগ জানানো হয়েছিল। এরপরেই আদালতের নির্দেশ অনুযায়ী অভিযোগের ভিত্তিতে আজ এলাকা পরিদর্শনে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের পাঁচ সদস্যের এই দল। মালদা শহরের সার্কিট হাউস থেকে কড়া নিরাপত্তায় ওই দলের সদস্যদের নিয়ে যাওয়া হয় গাজোলের রানীগঞ্জ-২ গ্রামপঞ্চায়েতের কেনবোনা এলাকায়। আক্রান্তদের সাথে কথা বলেন দলের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানীগঞ্জ-২ গ্রামপঞ্চায়েতের ১৩ টি আসনের মধ্যে বিজেপির সাতটি এবং তৃণমূলের ছয়টি আসন ছিল। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই পালটে যায় সমীকরণ। বিজেপির এক সদস্য যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। ওই গ্রামপঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসে। যার পর থেকেই পরস্পর বিরোধী আক্রমণের খবর উঠে আসছিল।
কেন্দ্রীয় ওই দলের পক্ষ থেকে জানানো হয়, এখানে ভোট পরবর্তী হিংসার কারণে মানুষ এখনও ভীত রয়েছেন। তাঁরা এমনও জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল চলে যাওয়ার পর তাঁদের ওপর হামলা হতে পারে। এমন কিছু হলে তার দায় স্থানীয় পুলিশকে নিতে হবে। যে অভিযোগ পেয়েছি, তাতে রাজনৈতিক নেতাদের পাশাপাশি পুলিশও অত্যাচার চালিয়েছে। সমস্ত রিপোর্ট আদালতে দেওয়া হবে।
[ আরও খবরঃ আরব মুলুকে মালদার আম ]
এদিন রানীগঞ্জ-২ গ্রামপঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শন করে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলটি গাজোল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে আলোচনার পর পুনরায় মালদার উদ্দেশ্যে রওয়ানা দেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários