উলটো জাতীয় পতাকা টাঙিয়ে বিতর্কে মালদা হেড পোস্ট অফিস
শুক্রবার মালদা জেলা হেড পোস্ট অফিসে জাতীয় পতাকা উলটো করে উত্তোলন করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা শহরে। ঘটনাটি নজরে আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় লোকজন। গোটা ঘটনা সংবাদমাধ্যমের ক্যামেরাবন্দি হতে দেখে তড়িঘড়ি পতাকা নামিয়ে ফের উত্তোলন করা হয়। গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে পোস্ট অফিস কর্তৃপক্ষ।
এক পথচারী জানান, দুপুরে হঠাৎই বিষয়টি নজরে আসে। সাংবাদিকদের দেখেই টনক নড়ে পোস্ট অফিস কর্তৃপক্ষের। জাতীয় পতাকাকে সোজা করে দেন কর্তৃপক্ষ। সীমান্তে সৈনিকরা জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে নিজেদের প্রাণ বিসর্জন দিচ্ছেন। অথচ সরকারি দপ্তরের এসি ঘরের বাবুদের এক মিনিট সময় নেই জাতীয় পতাকাকে মর্যাদা দেওয়ার। জাতীয় পতাকার অসম্মানকারীদের শাস্তি হওয়া উচিত।
প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন
Comentarios