top of page

ওয়ান স্টপ সেন্টার পরিদর্শন করে ক্ষোভ জাতীয় মহিলা কমিশনের

ওয়ান স্টপ সেন্টার পরিদর্শন করে ক্ষোভ উগড়ে দিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। এমনকি কি মেডিকেল কলেজের পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।



রেখা শর্মা বলেন, একদম ভুল পদ্ধতিতে ওয়ানস্টপ সেন্টার চালানো হচ্ছে। গত ৯ মাসে হারিয়ে যাওয়া ও নিঁখোজ হওয়ার ৭২টি কেস, যৌন নির্যাতনের ৩৪টি কেস, গার্হস্থ্য হিংসার ৮৮টি কেস এবং অন্যান্য ঘটনার ৮৫টি কেস এসেছে এখানে। মেডিকেল কলেজের মধ্যে ওয়ান স্টপ সেন্টার হতে পারে না। এখানে একজনও কাউন্সেলর নেই। এখানে আবর্জনা ছাড়া কিছু নেই। মেডিকেল কলেজের যা অবস্থা তাতে সুস্থ মানুষ এখানে এসে অসুস্থ হয়ে পড়বেন। ওয়ানস্টপ সেন্টারের জন্য ২৮ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। সেই টাকা কোথায় গেল? এখানে ওয়ান স্টপ সেন্টারে শুধু দুটো ঘর রয়েছে। তাও হাসপাতালের ঘর।


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page