বাবলা সরকার খুনে গ্রেপ্তার নন্দু তেওয়ারি
প্রায় ১৬ ঘণ্টা জেরার পর বাবলা সরকার খুনের ঘটনায় গ্রেপ্তার হলেন টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি৷ গ্রেপ্তার করা হয়েছে স্বপন শর্মাকেও৷ ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে৷
উল্লেখ্য, গত ২ জানুয়ারি কারখানায় যাওয়ার পথে খুন হন জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ সেদিনই সামি আক্তার, টিঙ্কু ঘোষ ও মহম্মদ আবদুল গণি নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃতদের জেরা করে উঠে আসে আরও দুই সহযোগীর নাম৷ ৩ জানুয়ারি গ্রেপ্তার করা হয় অভিজিৎ ঘোষ ও অমিত রজক নামে দুই যুবককেও৷
এদিকে, পুলিশি জেরায় বারবার উঠে আসছিল কৃষ্ণ রজক ওরফে রোহন এবং বাবলু যাদবের নাম। তাদের হদিশ পেতে জেলা পুলিশের তরফে মাথা পিছু ২ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করা হয়৷ এখন এই দুই ব্যক্তির খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে।
কিন্তু তারপরেও প্রশ্ন উঠছিল এই খুনের আসল মাথা কে? গতকাল দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠানো হয় টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি সহ তাঁর দুই ভাই বীরেন্দ্রনাথ তেওয়ারি ও অখিলেশ তেওয়ারিকে৷ অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিকেল থেকে জেরা শুরু করা হয় নরেন্দ্রনাথ তেওয়ারি ওরফে নন্দুকে৷ রাত পৌনে দশটা নাগাদ থানায় পৌঁছন পুলিশ সুপার প্রদীপকুমার যাদব৷ রাতভর জেরা শেষে সকাল সাড়ে আটটা নাগাদ থানা থেকে বেরোন পুলিশ সুপার৷ ঘণ্টা খানেক পরেই পুলিশের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয় নরেন্দ্রনাথ তেওয়ারি ওরফে নন্দুকে৷ গ্রেপ্তার করা হয়েছে স্বপন শর্মা নামে আরেক ব্যক্তিকেও।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Opmerkingen