কংগ্রেস নেতার নাম বসিয়ে তৃণমূলের কমিটি গঠন
top of page

কংগ্রেস নেতার নাম বসিয়ে তৃণমূলের কমিটি গঠন

তৃণমূলের অঞ্চল কমিটির তালিকায় কংগ্রেস নেতার নামকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। বিষয়টি সামনে আসতেই তৃণমূলকে বিঁধেছে কংগ্রেস নেতৃত্ব। ভুলবশত এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব।


সম্প্রতি ইংরেজবাজারের মিলকির অঞ্চল কমিটি ঘোষণা করে জেলা তৃণমূল নেতৃত্ব। সেই কমিটিতে মিলকি অঞ্চল সহ সভাপতির দায়িত্বে নাম রয়েছে ভবেশচন্দ্র মণ্ডলের। যদিও ভবেশ মণ্ডল ওই এলাকায় কংগ্রেসের কর্মী হিসেবে পরিচিত। বিষয়টি জানতে পেরেই কংগ্রেস নেতৃত্ব ভবেশবাবুর কাছে বিষয়টি জানতে চান। ভবেশবাবু সাফ জানান, তৃণমূলের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। এরপরেই তৃণমূলকে তীব্র আক্রমণ করে কংগ্রেস।



কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, ওই এলাকায় তৃণমূল বলে কিছু নেই। যারা তৃণমূলের ছিলেন তাঁরা বিজেপিতে যাচ্ছেন। ফলে তৃণমূলের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেই কারণেই কংগ্রেসের নেতার নাম বসিয়ে কমিটি গড়তে হচ্ছে তৃণমূলকে। কংগ্রেসের অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, জেলায় প্রতিদিন বিভিন্ন দল থেকে লোক যোগদান করছে। হয়তো কোনো কারণে এই ভুল হয়ে থাকতে পারে। যদি এমন হয়ে থাকে তবে তা সংশোধন করা হবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page