top of page

হুঁশ নেই প্রশাসনের, বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ

একের পর এক ভোট মিটলেও এলাকার উন্নয়ন হয়নি। সমাধান হয়নি প্রশাসনকে জানিয়েও। অবশেষে বেহাল রাস্তা মেরামতিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বামনগোলা ব্লকের মদনাবতি অঞ্চলের সামসাবাদ গ্রামের বাসিন্দারা। অবরোধের জেরে নালাগোলা-তপন রাজ্য সড়কে যানজট দেখা যায়।



অবরোধকারীদের দাবি, বহুবার এই রাস্তা নিয়ে ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলাপরিষদ, বিভিন্ন নেতা-মন্ত্রীদের জানিয়ে কোনও লাভ হয়নি। বাধ্য হয়ে তাঁদের এই পদক্ষেপ। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বামনগোলার বিডিও রাজু কুণ্ডু ও বিশাল পুলিশবাহিনী। গ্রামবাসীদের অভিযোগ শুনে খারাপ রাস্তা পরিদর্শন করে রাস্তা সারাইয়ের আশ্বাস দেন বিডিও। এরপরেই অবরোধ তুলে নেওয়া হয়।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page