top of page

ভিনরাজ্যে কাজে গিয়ে শ্রমিকের মৃত্যুতে রহস্য

টাওয়ার নির্মাণের কাজে যাওয়া পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ। বাঙালি হওয়ার কারণেই ওই পরিযায়ী শ্রমিককে খুন হতে হয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মাইসুরে।


মৃত পরিযায়ী শ্রমিকের নাম খাইরুল জামাল (৫৪)। বাড়ি পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রামে৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, গত এপ্রিল মাসে এলাকার আরও কয়েকজন শ্রমিকের সঙ্গে কর্ণাটকে গিয়েছিলেন খাইরুল৷ বুধবার ভোরে খাইরুল ঘুম থেকে উঠে দেখেন, স্থানীয় এক যুবক তাঁদের তাঁবুতে ঢুকে এক শ্রমিকের মোবাইল ফোন চুরি করছে৷ চিৎকারে ঘুম ভেঙে যায় সকলের। হাতেনাতে ধরা হয় ওই শ্রমিককে। খবর পেয়ে এলাকার লোকজন সেখানে হাজির হয়৷ সবার উপস্থিতিতে আলোচনার মাধ্যমে বিষয়টির মীমাংসা হয়ে যায়৷ শ্রমিকরা ওই যুবককে ছেড়ে দেন৷ সে’ও চোরাই মোবাইল ফোন ফেরত দিয়ে দেয়৷ ওই শ্রমিককে ছেড়ে দেওয়া হয়েছিল। অভিযোগ, দুপুর নাগাদ স্থানীয় কিছু লোকজন খাইরুলের উপর হামলা চালায়৷ তাঁকে বেধড়ক মারধর করে তারা৷ খবর পেয়ে অন্য শ্রমিকরা ছুটে এসে খাইরুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।


ree

আইএনটিটিইউসির জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার জানান, ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার চলছে৷ ভিনরাজ্যে কাজ করতে যাওয়া এক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে৷ আমরা আজ ওই পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি৷ আমরা ওই পরিবারের পাশে রয়েছি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page