সাত সকালে মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য
সাত সকালে ফেরিওয়ালার মুখ থেঁতলানো দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
মৃত ব্যক্তির নাম নিমাই সাহা (৫২)৷ বাড়ি বৈষ্ণবনগর থানার ১৬ মাইল এলাকার বাসিন্দা৷ জানা গিয়েছে, ব্যবসার কারণে দীর্ঘদিন ধরে তিনি হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের জোত বহরমপুর গ্রামে থাকতেন৷ প্রতিদিন বিকেলে বাংলা-বিহার সীমান্তের গ্রামগুলিতে সাইকেল নিয়ে জিনিস ফেরি করতেন নিমাইবাবু৷ সোমবার সকালে কয়েকজন বাসিন্দা প্রাতঃভ্রমণে বেরিয়ে সাইরা বিলাইমারি মাঠে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন৷ দেখা যায় দেহটি নিমাইবাবুর৷ মাথা থেঁতলানো৷ পাশের রাস্তায় তাঁর সাইকেল দাঁড় করানো রয়েছে৷ সাইকেলে ফেরির জিনিসপত্রও রয়েছে। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য সোপান আলি৷ তিনি জানান, আমাদের ধারণা, কিছু দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে৷ পরে রাসায়নিক ঢেলে মুখ বিকৃত করার চেষ্টা হয়েছে৷ মৃতদেহের পাশে রাস্তায় লোকটির সাইকেল ও ফেরির সামগ্রী পাওয়া গিয়েছে৷ আমরা দোষীর শাস্তির দাবি করছি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments