ফের জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের
- আমাদের মালদা ডিজিট্যাল

- Sep 13
- 1 min read
আরজিকর মেডিকেলে জুনিয়র মহিলা চিকিৎসকের মৃত্যুতে রহস্য। এনিয়ে পরিবারের তরফে ইংরেজবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত তরুণীর নাম অনিন্দিতা সোরেন (২৪)। বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। পরিবারের অভিযোগ, মালদা মেডিকেলের ফাইনাল ইয়ারের ছাত্র উজ্জ্বল সোরেনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অনিন্দিতার। একটি মন্দিরে গিয়ে দুজনে বিয়েও করে। এরই মধ্যে গর্ভবতী হয়ে পড়েছিলেন অনিন্দিতা। ভবানীপুর এলাকার একটি নার্সিংহোমে অনিন্দিতা নিয়ে গিয়ে গর্ভপাত করান উজ্জ্বল। গর্ভপাতের পর থেকেই অনিন্দিতার সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছিল মালদা মেডিকেলের ওই পড়ুয়া। অনিন্দিতা বারবার তাকে রেজিস্ট্রি করে বিয়ের কথা বলতে থাকে। গত সোমবার অনিন্দিতাকে দেখা করার জন্য ডেকে পাঠান উজ্জ্বল। তারপর থেকে আর বাড়ি ফেরেননি অনিন্দিতা। গতকাল অনিন্দিতার বাড়িতে ফোন করে জানানো হয়, তাঁকে মালদা মেডিকেলে ভরতি করানো হয়েছে। রাতে কলকাতায় যাওয়ার পথে মৃত্যু হয় অনিন্দিতার।

এই ঘটনার অনিন্দিতার মা আল্পনা টুডু ইংরেজবাজার থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, ফোন করে মেয়ের মেডিকেলে ভরতি হওয়ার কথা জানিয়েছিল উজ্জ্বল। মেডিকেলে মেয়ে তাঁকে কিছু খাওয়ানোর কথা বলেছিল। আমার অনুমান, পরিকল্পনামাফিক মেয়েকে খুন করা হয়েছে। আমরা চাই ঘটনার সত্য উঠে আসুক।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments