অকাল বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা সরষের
শীতের মরসুমে হঠাৎ বৃষ্টিতে সরষে সহ শীতকালীন সবজি চাষে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে এনিয়ে এখন ভয় পাওয়ার কোনও কারণ নেই দাবি কৃষি দফতরের।
কলিগ্রাম মৌজার চাষি মোজাম্মেল হক জানান, এবছর ঋণ নিয়ে তিন বিঘা জমিতে সরষের চাষ করেছি। অর্ধেক জমিতে ফুল এসেছে। কিন্তু ভোর থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। বুধবারও সূর্যের দেখা মেলেনি। তাই ক্ষেতের ক্ষতি হতে পারে। সরষের ফলন না হলে প্রবল সমস্যা দেখা দেবে।
চাঁচল ১ ব্লকের কৃষি অধিকর্তা দীপঙ্কর দেব জানান, চলতি মরশুমে চাঁচল-১ ব্লকের মৌজাগুলিতে প্রায় দুই হাজার হেক্টর জমিতে সরষের চাষ হয়েছে। বুধবার ভোররাতে খানিক বৃষ্টি হয়েছে। আজ জমিগুলি পরিদর্শন করে এসেছি। তেমন কিছু ক্ষতি দেখা দেয়নি। তবে টানা বৃষ্টির ফলে ফসলে স্যাঁতসেঁতে ভাব থাকলে ধসা জাতীয় রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। তাতে ছত্রাক জাতীয় ওষুধ স্প্রে করলেই রোগ দমন করা যাবে। এনিয়ে এখনই কোনও ভয় পাওয়ার কারণ নেই।
[ আরও খবরঃ স্পোর্টস কমপ্লেক্স এখন সাইকেল রাখার গুদাম, ক্ষোভ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários