top of page

গৃহবধূর শ্লীলতাহানি, স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর শ্লীলতাহানি। প্রতিবাদ করায় স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার গোপালপুরের ঈশ্বরটোলা এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Murdered-with-weapon-in-manikchak
ধারালো অস্ত্র দিয়ে মানিকবাবুকে খুন করা হয়েছে বলে পরিবারের দাবি। প্রতীকী ছবি

মৃত ব্যক্তির নাম মানিক মণ্ডল (৪৫)। অভিযোগ, প্রতিবেশী যুবক প্রশান্ত মণ্ডল মাঝেমধ্যেই মানিকবাবুর স্ত্রীকে প্রেমের প্রস্তাব দিত। রাজি না হওয়ায় শ্লীলতাহানিও করে প্রশান্ত বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেন মানিকবাবু। এনিয়ে গ্রামে একাধিকবার সালিশি সভাও বসেছিল। কিন্তু তারপরেও মানিকবাবুর স্ত্রীকে উত্ত্যক্ত করত প্রশান্ত। প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে মানিকবাবুকে খুন করা হয়েছে বলে পরিবারের দাবি।




মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page