গৌড় কলেজের ছাত্রীকে খুনের চেষ্টার অভিযোগ
top of page

গৌড় কলেজের ছাত্রীকে খুনের চেষ্টার অভিযোগ

ছাত্র পরিষদের জেলা সভাপতি বাবুল শেখের বিরুদ্ধে এবার ছাত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল৷এর আগে এই ছাত্রীরই বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠেছিল বাবুল শেখের বিরুদ্ধে৷ আহত ওই ছাত্রী বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷ তবে গোটা ঘটনাটি সাজানো বলে দাবি করেছেন ছাত্র পরিষদের জেলা সভাপতি৷তিনি ওই ছাত্রীকে মানসিক রোগী বলে আখ্যা দিয়েছেন৷



আহত ছাত্রীর নাম অনন্যা রায়৷তিনি পুরাতন মালদার গৌড় কলেজে ইতিহাসে অনার্স নিয়ে তৃতীয় বর্ষে পড়েন৷ তাঁর বাবা কৃষ্ণকান্ত রায় বাগডোগরা বিমানবন্দরের কর্মী ছিলেন৷ মাসখানেক আগে তিনি অবসর নিয়েছেন৷ মা কমলা রায় সাধারণ গৃহবধূ৷ বাড়ি মালদা শহরের মহানন্দা কলোনিতে৷ গত ১০ মার্চ তিনি বাবুল শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন৷ সেই সময় তিনি জানিয়েছিলেন, বাবুল শেখ তাঁর নামে একাধিক অশ্লীল মন্তব্য করেন৷ সোশ্যাল সাইটে তিনি এর প্রতিবাদ করেন৷ তাতেই দলবল নিয়ে বাবুল বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানি করে৷

"এদিন অনন্যা জানান, শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা সত্ত্বেও ইংরেজবাজার মহিলা থানার পুলিশ এখনও বাবুলকে গ্রেফতার করেনি৷ থানা থেকে তাঁকে জানানো হয়, পুলিশ নাকি বাবুলকে গ্রেফতার করতে পারবে না৷ উলটে পুলিশ তাঁকেই হেনস্তা করছে "

গতকাল গভীর রাত পর্যন্ত তিনি ইন্টারনেটে কাজ করছিলেন৷ রাত ১টা নাগাদ বাথরুমে যাওয়ার জন্য তিনি ঘরের বাইরে বেরোন৷ দেখেন, সিঁড়িঘরে দাউদাউ করে আগুন জ্বলছে৷ চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন৷ কিছু দেখা যাচ্ছে না৷ তিনি ভয় পেয়ে যান৷ সিঁড়িঘরে কোনও রকমে যাওয়ার চেষ্টা করেন৷ সেই সময় তাঁর রাত পোশাকে আগুন ধরে যায়৷ তিনি চিৎকার শুরু করতেই বাবুল ও তার সঙ্গে থাকা কয়েকজন তাঁর উপর হামলা চালায়৷ তারা বলতে শুরু করে, অভিযোগ প্রত্যাহার করা হয়নি৷ তাই তাঁকেই উপরে পাঠিয়ে দেওয়া হবে৷ ততক্ষণে তাঁর মা নিজের ঘর থেকে বেরিয়ে আসেন৷ তখনই বাবুলরা বাড়ি থেকে পালিয়ে যায়৷ অনন্যার দাবি, শুধু বাবুল নয়, তার স্ত্রীও তাঁকে নানাভাবে হেনস্তা করছে৷ তিনি তৃণমূল করেন৷ তবুও বাবুলকে পুলিশ গ্রেফতার করছে না৷ গতকালের ঘটনাতেও তিনি বাবুল ও তার দলবলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাবেন৷

অনন্যার মা কমলাদেবী বলেন, অনেকদিন ধরেই বাবুল তাঁর মেয়েকে উত্যক্ত করত৷ তার জন্য তাঁর মেয়ের এক বছর নষ্ট হয়েছে৷ এক বছর বাদে মেয়ে গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়া শুরু করতেই ফের বাবুল তাকে উত্যক্ত করতে শুরু করে৷ গতকাল রাতে বাবুল ও তার সঙ্গীরা তাঁর মেয়েকে খুন করার উদ্দেশ্যে তাঁদের বাড়িতে হামলা চালায়৷ হামলাকারীদের মধ্যে একটি মেয়ে ছিল৷ কমলাদেবীর সাফ কথা, বাবুলের বিরুদ্ধে তাঁর মেয়ে মামলা করার জন্যই তাঁর মেয়ের উপর হামলা চালানো হয়েছে৷

যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বাবুল শেখ৷ তিনি বলেন, অনন্যা একজন সাইকো৷ এর আগে সে তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করে৷ পুলিশ সুপার নিজে সেই অভিযোগের তদন্ত করেন৷ তাই তিনি আদালত থেকে জামিন পান৷ নিজের উদ্দেশ্য সিদ্ধ না হওয়ায় অনন্যা ফের তাঁর বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে৷ সে নিজেই নিজের বাড়িতে আগুন লাগিয়ে এবং নিজের গায়ে আঁচড় দিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে৷ ঈদ উপলক্ষ্যে তাঁর বাড়িতে আত্মীয়রা এসেছেন৷ তিনি গতকাল বাড়ি ছেড়েই বেরোননি৷ পুলিশ তদন্ত করলেই সত্যি ঘটনা সামনে উঠে আসবে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page