আমবাগান থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
আমবাগান থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কালিয়াচক ৩ ব্লকের বীরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, মদ্যপানের আসরে গোলমালের কারণে ওই ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম ফুলচাঁদ মণ্ডল (৪২)৷ বাড়ি বীরনগর ১ গ্রাম পঞ্চায়েতের জালাদিটোলায়। ফুলচাঁদ পরিযায়ী শ্রমিকের কাজ করতেন৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেই ভিনরাজ্য থেকে ঘরে ফিরেছিলেন তিনি৷ রবিবার সন্ধেয় খাবার খেয়ে বাড়ির বাইরে গিয়েছিলেন তিনি। এরপর থেকে আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। সোমবার সকালে পরিবারের লোকজন জানতে পারেন, ফুলচাঁদবাবুর ক্ষতবিক্ষত মৃতদেহ রাধানাথটোলার আমবাগানে পড়ে রয়েছে৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে বৈষ্ণবনগর থানার পুলিশ৷ ঘটনাস্থল থেকে কিছু নমুনাও সংগ্রহ করে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়।
ফুলচাঁদবাবুর মা সাবিত্রী মণ্ডল জানান, “গতকাল সন্ধেয় ছেলেকে ভাত দিয়েছিলাম৷ খাবার ঢেকে রেখে ও শুয়ে পড়েছিল৷ খুব ক্লান্ত মনে হওয়ায় ওকে আর কিছু বলিনি৷ কখন যে আমবাগানে চলে গিয়েছিল জানি না৷ সকালে ছোটো ছেলেকে দেখতে পেলেও ওকে দেখা যায়নি। পরে স্থানীয় এক লোক বাড়িতে এসে খবর দেয়, রাধানাথটোলার আমবাগানে একটা দেহ পড়ে রয়েছে৷ খবর পেয়ে সেখানে গিয়ে দেখি, ক্ষতবিক্ষত অবস্থায় বড়ো ছেলের দেহ পড়ে রয়েছে৷ ওকে কেউ খুন করেছে৷
এক গ্রামবাসী নীতিশ মণ্ডল জানান, ভোর পাঁচটা নাগাদ দেখি, গোটা গ্রামের মানুষ বাগানে জড়ো হয়েছে৷ কাছে গিয়ে দেখি, ক্ষত বিক্ষত অবস্থায় এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে। সারা শরীরে রক্তের দাগ। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। কীভাবে এই ঘটনা ঘটল তা জানা নেই। তবে আমরা দোষীদের শাস্তি চাই।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments