জাতীয় সড়ক ও রথবাড়ি মোড় পরিষ্কার রাখতে উদ্যোগ পুরসভার
top of page

জাতীয় সড়ক ও রথবাড়ি মোড় পরিষ্কার রাখতে উদ্যোগ পুরসভার

জাতীয় সড়ক ও রথবাড়ি মোড় পরিষ্কার রাখতে অবশেষে উদ্যোগ নিল ইংরেজবাজার পুরসভা৷আজ বিকেলে সাংবাদিক বৈঠকে একথা জানালেন পুরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ৷


উল্লেখ্য, মালদা শহরের মধ্যে দিয়ে চলে গেছে ৩৪ নম্বর জাতীয় সড়ক৷দীর্ঘদিন ধরে এই জাতীয় সড়কের ফুটপাত দখল করে বসেছে ফল ও সবজি বিক্রেতারা৷এই অবৈধ বাজারের সমস্ত আবর্জনা জমা হচ্ছে জাতীয় সড়কে৷জাতীয় সড়ককে আরোও সংকীর্ণ করছে অবৈধ স্ট্যান্ড৷


নীহাররঞ্জন ঘোষ বলেন, রথবাড়ি মোড় সংলগ্ন জাতীয় সড়কে অবৈধ ব্যবসায়ীদের ব্যবসার কারণেই জাতীয় সড়কে আবর্জনা জমা হচ্ছে৷ওই জায়গা জাতীয় সড়ক কর্তৃপক্ষে। আজ জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে পুরসভার আলোচনা হয়েছে৷পুরসভা থেকে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় সৌন্দর্যায়নের কাজ করা হবে৷


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page