ডেঙ্গু প্রতিরোধে গাপ্পি মাছ ছাড়ল পুরসভা
top of page

ডেঙ্গু প্রতিরোধে গাপ্পি মাছ ছাড়ল পুরসভা

ডেঙ্গু প্রতিরোধে ২ লক্ষ ৫০ হাজার গাপ্পি মাছ ছাড়ল ইংরেজবাজার পুরসভা। আজ সকালে পেডি রেশম কাটাই প্রশিক্ষণ কেন্দ্রে ২ হাজার ৪০০ মাছ ছেড়ে এই কর্মসূচির সূচনা করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি।


ওই ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু জানান, পুরসভা এলাকায় ৩০টি পয়েন্টে প্রায় ২ লক্ষ ৫০ হাজার গাপ্পি মাছ ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ থেকে আগামী তিনদিন ধরে শহরের বেশ কিছু পয়েন্টে গাপ্পি মাছ ছাড়ারক কর্মসীচি চলবে। এবছর এখনও পর্যন্ত জেলা জুড়ে ১৫৪টি ডেঙ্গু আক্রান্তের ঘটনা সামনে এসেছে। শহরে মাত্র দু-একটা ডেঙ্গুতে আক্রান্তের খবর এসেছে। এবছর জেলাজুড়ে ডেঙ্গু চিহ্নিতকরণের হার অনেকটা বেশি। এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনও খবর নেই।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page