কাঞ্চনটারে গড়ে উঠবে পুরসভার ডাম্পিং গ্রাউন্ড
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 9, 2022
- 1 min read
ইংরেজবাজারের কাঞ্চনটারে ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন জেলাশাসক, ইংরেজবাজার ও পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকরা।
এতদিন নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ড না থাকায় সমস্যায় পড়েছিল ইংরেজবাজার পুরসভা। শহরের আবর্জনা ফেলার জন্য অবশেষে স্থানীয় ডাম্পিং গ্রাউন্ড করার সিদ্ধান্ত নেয় পুরসভা। ইংরেজবাজারের কাঞ্চনটারে সেই ডাম্পিং গ্রাউন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ দুপুরে কাঞ্চনটার সীমান্ত এলাকায় ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করেন জেলাশাসক নিতীন সিংহানিয়া এবং ইংরেজবাজার ও পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি ও কার্তিক ঘোষ।
আগামী কয়েক মাসের মধ্যে শহরের আবর্জনা ফেলার সমস্যার সমাধান হবে বলে জানান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি।
[ আরও খবরঃ চোর সন্দেহে ধৃতকে পুলিশের হাতে তুলে দিল ব্যবসায়ীরা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments