কার্নিভ্যাল কোথায়? পুরসভা প্রশাসনের মতবিরোধে এখনও প্রশ্ন
- আমাদের মালদা ডিজিট্যাল
- Nov 29, 2023
- 1 min read
পুরসভার ক্রিসমাস কার্নিভ্যালে এবার তারকাদের চাঁদের হাট। ইংরেজবাজার পুরসভার তরফে ইতিমধ্যে শহরের বৃন্দাবনী ময়দানে কার্নিভ্যাল হচ্ছে বলে প্রচার শুরু করা হয়েছে। কিন্তু জনপ্রিয় এই তারকাদের দেখতে যে ভিড় উপচে পড়বে তা নিয়ে যথেষ্ট চিন্তিত জেলা ও পুলিশ প্রশাসন। এনিয়ে সুরক্ষা সংক্রান্ত কোনোরকম বিষয়েই আপস করতে নারাজ প্রশাসনিক কর্তারা।
এনিয়ে গত সপ্তাহে একটি বৈঠক করা হয়। বৈঠকে ইংরেজবাজার পুরসভার তরফে শহরের বৃন্দাবনী ময়দানে কার্নিভ্যালের চিন্তাভাবনার কথা জানানো হয়। বিগত বছরের অভিজ্ঞতা থেকে কোনোরকম ঝুঁকি নিতে রাজি হয়নি জেলা ও পুলিশ প্রশাসন। এনিয়ে আজ ফের বৈঠক হয়। বৈঠকে পুরসভার তরফে বিকল্প হিসেবে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে কার্নিভ্যালের চিন্তাভাবনার কথা জানানো হয়। এরপরেই জেলাশাসক, পুলিশসুপার সহ অন্যান্য আধিকারিকরা সেই ময়দান পরিদর্শনে যান। জনপ্রিয় শিল্পীদের দেখতে যে ভিড় উপচে পড়বে তা সামলানোর জন্য ক্রীড়া সংস্থার ময়দানও যথেষ্ট নয় বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসনের তরফে কার্যত যুব আবাস সংলগ্ন ময়দানকেই উপযুক্ত বলে স্থির করে দেওয়া হয়েছে। তবে এনিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি পুরসভা।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios