top of page

পুর ও কর্পোরেশন ভোটে বিজেপি’র জয় নিশ্চিত দাবি মুকুলের

কেন্দ্রীয় নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মালদা ও দুই দিনাজপুর জেলার নেতৃত্বের মালদা শহরের টাউন হলে একটি কর্মশালা করলেন মুকুল রায়। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা অরবিন্দ মেনন, রথীন বসু, কিশোর বর্মন, বিপ্লব মিত্র, সাংসদ খগেন মুর্মু, সুকান্ত মজুমদার, বিধায়ক স্বাধীন সরকার, বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা।


মুকুল রায়, বিজেপি নেতা

আইনের কোথাও বলা নেই, মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে৷ তৃণমূল এনিয়ে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি করতে গিয়ে উত্তেজনা ছড়াচ্ছে৷

কর্মশালা শেষে মুকুলবাবু বলেন, কেন্দ্রীয় নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তিন জেলার নেতৃত্বদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হল৷ তিন জেলার নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে, মানুষের কাছে গিয়ে কেন্দ্রীয় এই আইনের সুফল সম্পর্কে আলোচনা করার। এই আইন নিয়ে তৃণমূল মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি করার চেষ্টা করছে৷ আইনের কোথাও বলা নেই, মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে৷ তৃণমূল এনিয়ে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি করতে গিয়ে উত্তেজনা ছড়াচ্ছে৷



মুকুলবাবু আরও বলেন, পশ্চিমবঙ্গে যখন রাজ্য সরকারের আওতায় ভোট হয়, তখন সেখানে বুথ দখল, সন্ত্রাস সমস্ত কিছুই হয়। তবে নির্বাচনে যদি মানুষ অবাধে ভোট দিতে পারে, তবে রাজ্যের সমস্ত পুরসভা ও কর্পোরেশনে ভারতীয় জনতা পার্টি জয় পাবে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page