top of page

আদালতে আত্মসমর্পণ করতে মালদা এলেন মুকুল রায়

মালদা জেলা আদালতে আত্মসমর্পণ করলেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন একাধিক ইশ্যুতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন মুকুলবাবু।


উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে মানিকচকে মোটরবাইক মিছিলে অংশগ্রহণ করেন মুকুল রায়। সেই মিছিলে আইন ভাঙার অভিযোগ দায়ের করেন জেলা পরিষদের বর্তমান সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলের নির্বাচনি এজেন্ট আবদুস সালাম। পুলিশ সেই মামলার চার্জশিট জমা দিয়েছে। পুলিশের চার্জশিটের ভিত্তিতে মুকুলবাবুর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গ্রেফতারি পরোয়ানা জারির পরে মালদা জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুকুলবাবুকে আত্মসমর্পণ করার নির্দেশ দেন ৷ সেই নির্দেশ মেনে আজ আদালতে আত্মসমর্পণ করলেন মুকুল রায়।


বাংলায় কর্মসংস্থান থাকলে শ্রমিকদের বাইরে গিয়ে কাজ করতে হত না: মুকুল



মুকুলবাবু জানান, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ যাবে না এই বলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতায় এসেছিলেন। এই মুহূর্তে বাংলায় এবং বাংলার বাইরে একটাই প্রশ্ন বাংলায় লোকতন্ত্র থাকবে কিনা? বাংলায় এখন পুলিশরাজ চলছে। পুলিশ দিয়েই সরকার চলছে। সাধারণ মানুষ মমতা ব্যানার্জির সাথে নেই। সাধারণ মানুষের ওপর রাজ্য সরকার দমন পীড়নের অত্যাচার করছে। ইনারা ক্ষমতায় এসে পুরোনো দিনগুলি ভুলে গিয়েছেন। রাজ্যে বিজেপির উত্থান হচ্ছে। বিজেপির হাত ধরেই বাংলার মানুষ নতুন করে স্বপ্ন দেখছে। রাজ্য সরকার বলছে লাখ লাখ কর্মসংস্থান হচ্ছে। বাংলায় কর্মসংস্থান থাকলে এই শ্রমিকদের বাইরে গিয়ে কাজ করতে হত না। রাজ্যে কোনও কর্মসংস্থান হয়নি।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page