Search
পুরসভার বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে মৌসম
- Dec 4, 2019
- 1 min read
ইংরেজবাজার পুরসভার বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে জেলাশাসক রাজর্ষি মিত্রের সাথে দেখা করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসম নূর। বুধবার জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে পুরসভার বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৌসম নূর সহ অন্যান্যরা।
বৈঠকে ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার নিকাশি ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মৌসম নূর জানান, কয়েকদিন আগে তিনি ২৩ নম্বর ওয়ার্ড পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে দীর্ঘদিনের নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে। এখন বর্ষা নেই অথচ এলাকায় জল জমে রয়েছে। সেই সমস্যার সমাধান নিয়ে আজকে জেলাশাসক ও ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানকে নিয়ে বৈঠক করা হয়।
Comentarios