top of page

উত্তর মালদার প্রার্থী মৌসম, বুলবুলচণ্ডীতে পুজো কর্মীদের

ভোটের দামামা বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আজ তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌসম নূরের সমর্থনে প্রচার এবং দেওয়াল লেখন শুরু করল হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলবার সকালে ঢাকঢোল সহকারে বুলবুলচণ্ডীর মন্দিরে পুজো দেন তৃণমূল কংগ্রেসকর্মীরা। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা হেমন্ত শর্মা। পুজো দেওয়ার পর একটি মিছিল করেন তৃণমূল কর্মীরা। মিছিল শেষে উত্তর মালদার তৃণমূল প্রার্থী মৌসম নূরের সমর্থনে দেওয়াল লিখন শুরু করেন তৃণমূল কর্মীরা।


উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌসম নূরের সমর্থনে প্রচার এবং দেওয়াল লেখন শুরু করল হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব

তৃণমূল নেতা হেমন্ত শর্মা জানান,আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে উত্তর মালদার তৃণমূল প্রার্থী মৌসম নূরের সমর্থনে প্রচার শুরু করে দিয়েছেন তাঁরা। আজ বুলবুলচণ্ডীর জাগ্রত দুই মায়ের পুজো দিয়ে মৌসম নূরের সমর্থনে দেওয়াল লিখন শুরু করলেন তাঁরা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page