Search
বাড়ি ফেরার পথে আটকায় ছিনতাইকারী, আক্রান্ত মা ও ছেলে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 8, 2021
- 1 min read
ছিনতাইকারীদের হাতে আক্রান্ত মা ও ছেলে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার বাহান্নবিঘা এলাকায়।
আক্রান্ত মা ও ছেলের নাম দীপ্তি কর্মকার ও রমেন কর্মকার। তাঁদের অভিযোগ, কাজ সেরে বাড়ি যাওয়ার সময় বাহান্নবিঘা এলাকায় রমেনের পথ আটকায় কিছু দুষ্কৃতী। এরপরই তাঁর কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। ছেলেকে বাঁচাতে আসলে দীপ্তিদেবীকেও রড দিয়ে মারধর করা হয়। স্থানীয়রা ছুটে আসলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রাতেই তাঁদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। আজ দুপুরে সমস্ত ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
[ আরও খবরঃ শহরের নিকাশি নালা পরিষ্কারে উচ্ছেদ অভিযান ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments