রেল লাইনের ধার থেকে মা-মেয়ের দেহ উদ্ধার
- আমাদের মালদা ডিজিট্যাল
- Dec 29, 2023
- 1 min read
রেল লাইনের ধার থেকে সাত সকালে মা-মেয়ের দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ইংরেজবাজারে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। এই ঘটনায় পুলিশের হাতে একটি সুইসাইড নোট এসেছে বলেও জানা যাচ্ছে।
মৃত মা-মেয়ের নাম কবিতা গুপ্ত হালদার ও সায়ন্তিকা হালদার। বাড়ি মালদা শহরের গয়েশপুর এলাকায়। আজ সকালে শহরের কৃষ্ণপল্লি সংলগ্ন এলাকায় দুজনের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় রেল পুলিশ।

কবিতাদেবীর দাদা চিরঞ্জিত গুপ্ত জানান,দীর্ঘদিন ধরে বোনের ওপর অত্যাচার চলছিল। বোনকে বাড়ি আসতে দেওয়া হত না। ফোনের রিচার্জ করে দেওয়া হত না। কথা বলতে গেলেও সন্দেহ করত। আজ সকালে বোন জামাই সমস্ত ঘটনা জেনেও আমাদের কিছু না জানিয়ে কৃষ্ণপল্লি এলাকায় যেতে বলে। আমাদের ধারণা বোনকে খুন করা হয়েছে। আমরা পুলিশে অভিযোগ জানাচ্ছি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios