ঘরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও দেড় বছরের শিশুকন্যার মৃত্যু
- আমাদের মালদা ডিজিট্যাল

- Aug 29, 2019
- 1 min read
Updated: Aug 14, 2020
বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘরের মধ্যেই মৃত্যু হল মা এবং দেড় বছরের শিশুকন্যার। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার ভালুকাবাজার এলাকায়। ঘটনার খবর পেয়ে তদন্তে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মৃত দুইজনকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
মৃত গৃহবধূর নাম গীতা মণ্ডল (২৩)। গীতাদেবীর সঙ্গেই শোবার ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় তাঁর দেড় বছরের শিশুকন্যা স্মৃতি মণ্ডল। স্থানীয়রা পুলিশে খবর দিলে, পুলিশে এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।














Comments