top of page

রাস্তায় ফেলে মহিলাকে মারধর-শ্লীলতাহানি, দর্শক গ্রামবাসী!

আরজিকর মেডিকেলের ঘটনার বিচারের দাবিতে যখন সারা রাজ্য এক সুরে বিচারের দাবি জানাচ্ছে সেই সময়ই মালদার এক নারীকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ। গোটা গ্রামের মানুষ রাস্তায় দর্শকের মতো এই ঘটনা দেখল। এই পরিস্থিতিতে মাকে বাঁচাতে হিয়ে আক্রান্ত হয় নাবালিকা মেয়েও। ঘটনাটি ঘটেছে কালিয়াচক ২ ব্লকের একটি গ্রামে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নিগৃহীতা মহিলার পরিবারের সঙ্গে প্রতিবেশীদের জমি সংক্রান্ত বিষয়ে ঝামেলা চলছিল। এই ঝামেলা মেটাতে গ্রামে সালিশি সভা বসানোর আর্জি জানিয়েছিলেন নিগৃহীতা মহিলার পরিবারের লোকজন। কিন্তু প্রতিবেশীরা শাসকদলের মদতপুষ্ট হওয়ায় তা হয়নি। অবশেষে ওই মহিলার স্বামী গত সোমবার স্থানীয় মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷ সেকথা জানতে পারে প্রতিবেশীরা৷ অভিযোগ, কেন তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেছেন, তা জানতে চেয়ে ওই মহিলার স্বামীকে মারধর শুরু করেন। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে অভিযুক্তরা ওই মহিলাকে রাস্তায় ফেলে বাঁশ, লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। ওই মহিলার পোশাকও ছিঁড়ে ফেলা হয়৷ রাস্তার ধারে দাঁড়িয়ে সেই ঘটনা দেখতে থাকলেও এগিয়ে আসেননি কেউই। অবশেষে মাকে বাঁচাতে এগিয়ে আসে নাবালিকা। আক্রান্ত হতে হয় তাকেও।

নির্যাতিতা মহিলা জানান, গায়ের জোরে ওরা আমাদের বাড়ির বেশ কিছুটা অংশ দখল করে রেখেছে৷ এনিয়ে মামলাও চলছে৷ কিন্তু সেই বিবাদের জেরে ওরা মাঝেমধ্যেই আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে৷ সোমবার আমার স্বামী এনিয়ে থানায় অভিযোগ জানিয়েছিল৷ সেকথা জানতে পেরে ওরা আমার স্বামীকে মারধর শুরু করে৷ আমি বাঁচাতে গেলে আমাকে রাস্তায় ফেলে ৫-৬ জন লাঠি আর বাঁশ দিয়ে পেটায়৷ শাড়ি-ব্লাউজ ছিঁড়ে দেয়৷ আমার মেয়েকেও মারধর করে ওরা। আমি ওদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।


মোথাবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় গতকাল ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। উলটো দিকে অপর পক্ষের তরফেও অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page