রেললাইনে আগুন, রাধিকাপুর সহ আরও ট্রেন বাতিল
এনআরসি ও সিএএ-র প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে হরিশ্চন্দ্রপুর রেলস্টেশনে ধুন্ধুমার কাণ্ড। শনিবার কাটিহার-মালদা লোকাল প্যাসেঞ্জার ট্রেন আটকে রেখে রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। স্টেশন চত্বরে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে। এই ঘটনায় ট্রেনের চালক সহ বেশ কয়েকজন রেল কর্মী আহত হয়েছেন বলে রেল সূত্রে খবর। পরিস্থিতির সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। এখনও পর্যন্ত হরিশ্চন্দ্রপুর স্টেশনে আটকে রয়েছে লোকাল প্যাসেঞ্জার ট্রেন। পাশাপাশি বিক্ষোভকারীরা হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করেও বিক্ষোভ দেখান। রেল সূত্রে জানা গেছে, রাধিকাপুর সহ কলকাতা যাওয়ার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
Tags:
880 views