top of page

প্রশাসনিক ভবনের সামনে একদল বাঁদরের তাণ্ডব

জেলা প্রশাসনিক ভবনের সামনে বাঁদরের তাণ্ডব। অত্যাচারে নাজেহাল ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। আজ সকাল থেকে একদল বাঁদর দেখা যায় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। বাঁদরের দাপটে নিরাপত্তাহীনতায় কর্তব্য করতে হচ্ছে নিরাপত্তারক্ষী থেকে সাধারণ মানুষদের।



ওই এলাকায় রয়েছে জেলা পুলিশসুপারের অফিস, জেলা প্রশাসনিক ভবন ও কোর্ট। স্বাভাবিকভাবেই এখানে প্রচুর মানুষের যাতায়াত প্রতিনিয়ত রয়েছে। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী জানান, বেশ কয়েকদিন ধরেই তিনি দেখছেন এখানে বাঁদর অফিসে, দোকানে ঢুকে নানা উপদ্রব করছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে চুপিসারে দোকান থেকে জিনিস তুলে নিয়ে পালাচ্ছে বাঁদরের দল। যার ফলে এখানে কাজ করতে আতঙ্ক বোধ হচ্ছে।





Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page