top of page

প্রধান পদ দিতে অঞ্চল সভাপতির টাকা নেওয়ার ভিডিয়ো ভাইরাল

পঞ্চায়েত প্রধান করতে ১০ লক্ষ টাকা দাবি করেছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি বলে অভিযোগ। প্রধান হতে একাধিক জয়ী প্রার্থী টাকাও নাকি দিয়েছিলেন। সেই টাকা নেওয়ার একটি ভিডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যদিও সেই ভিডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি আমাদের মালদা। বিষয়টি প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল। ওই অঞ্চল সভাপতির বিরুদ্ধে দলীয় তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন দলের জেলা সভাপতি।


প্রতীকী ছবি।

কালিয়াচক ১ নম্বর ব্লকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের মণ্ডলপাড়া বুথে জয়লাভ করেছেন নেক খাতুন৷ তাঁর স্বামী তথা গয়েশবাড়ি অঞ্চল তৃণমূলের সহসভাপতি মহম্মদ হোসেন আলি মণ্ডল জানান, উপরমহল থেকে জানানো হয়েছিল ১০ লক্ষ টাকা দিলে স্ত্রীকে পঞ্চায়েত প্রধান করা হবে। টাকার পরিমাণ কমাতে বললে গয়েশবাড়ি অঞ্চল তৃণমূলের সভাপতি হাজি মীরাজুল বোসনি সাফ জানান, প্রধান হতে গেলে ১০ লক্ষ টাকা দিতেই হবে। সেই টাকা দেওয়া হয়। পরে জানা যায়, এভাবে আরও কয়েকজনের থেকে টাকা হাতিয়েছেন অঞ্চল সভাপতি। এই ঘটনার সঙ্গে কালিয়াচক ১ নম্বর ব্লক সভাপতিও জড়িত রয়েছেন৷ এই বোর্ড গঠন আমরা মানছি না। প্রয়োজনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানাব।


জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি জানান,

অভিযোগের ভিত্তিতে দলীয়ভাবে তদন্ত শুরু হয়েছে৷ অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page