চাকরি দেওয়ার নামে টাকা, বধূকে আটকে বিক্ষোভ
চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠেছিল এক বধূর বিরুদ্ধে। ঘটনার পর চাকরি না দিতে পেরে ওই বধূ গা ঢাকা দিয়েছিলেন বলেও অভিযোগ। গতকাল রাতে ওই বধূকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। এরপর গাছে বেঁধে শুরু হয় ওই বধূর বিচার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। ওই মহিলাকে উদ্ধার করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকেও। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের যদুপুর-২ নম্বর গ্রামপঞ্চায়েতের আমজামতলা গ্রামে৷

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সমবায়ে চাকরি পাইয়ে দেওয়ার নামে গ্রামের একাধিক বাসিন্দার কাছ থেকে টাকা তুলেছিলেন ইংরেজবাজার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বিশ্বনাথ মোড়ের বাসিন্দা জবা মণ্ডল৷ দীর্ঘদিন কেটে যাওয়ার পরও কাউকে চাকরি না দিতে পারায় স্থানীয় বাসিন্দারা ওই মহিলার থেকে টাকা ফেরত চান। কিন্তু বিভিন্ন বাহানায় ওই মহিলা কাউকে টাকা ফেরত দেননি। এরপর থেকেই গা ঢাকা দেন ওই মহিলা। গতকাল রাতে স্থানীয় বাসিন্দা ওই মহিলাকে ধরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। ক্ষিপ্ত জনতার হাত থেকে ওই মহিলাকে উদ্ধার করতে গিয়ে বাধা পায় পুলিশও। কোনোমতে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এই ঘটনায় এখনও পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি।
স্থানীয় বাসিন্দা অমিত মণ্ডল জানান, জবা মণ্ডল মালদা সমবায়িকায় প্যাকেট করার কাজ করে দেওয়ার নামে আমার থেকে ২০ হাজার টাকা নিয়েছে৷ আমার শ্যালকের কাছেও ১৫ হাজার টাকা নিয়েছে৷ একই কথা বলে গ্রামের আরও অনেকের কাছ থেকে টাকা নিয়েছিল৷ কিন্তু কেউ চাকরি পাইনি৷ আজ জবা মণ্ডলকে স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে ধরে রেখেছে।
ঘটনাপ্রসঙ্গে মালদা সমবায়িকার ভাইস চেয়ারম্যান অম্লান ভাদুড়ী জানান, চাকরির নামে আর্থিক প্রতারণা কিছুতেই মেনে নেওয়া হবে না৷ ওই মহিলার বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি সঠিক হয়, তবে ওই মহিলার কঠোর শাস্তি হওয়া উচিৎ।
Commentaires