top of page

সিপিএমের জেলা সম্মেলনে মালদায় এলেন মোহম্মদ সেলিম

আসন্ন পুরো নির্বাচনে জোট হবে, না বামফ্রন্ট একাই লড়বে সেই সিদ্ধান্ত এখনও হয়নি। বিষয়টি এখনও আলোচনা সাপেক্ষ। বুধবার মালদায় সিপিএমের জেলা সম্মেলনে উপস্থিত হয়ে এমনটাই জানালেন মোহম্মদ সেলিম।


এদিন মালদা শহরের টাউন হল প্রাঙ্গণে সিপিএমের ২৩ তম জেলা সম্মেলনের সূচনা হয়। বুধ এবং বৃহস্পতিবার এই দুই দিন এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সিপিএমের প্রয়াত নেতা কমরেড শ্যামল চক্রবর্তীর নামে সম্মেলনের নগর মঞ্চ গড়ে তোলা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক অম্বর মিত্র, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ সহ অন্যান্য নেতা-নেত্রীরা।



মোহম্মদ সেলিম বলেন, রাজ্যে ক্ষমতাকেন্দ্রিক কাজ করতে চাইছে শাসক দলের সরকার। দীর্ঘদিন ধরে পুরো নির্বাচন না হয়ে প্রশাসক ক্ষমতায় বসিয়ে কাজ করানো হচ্ছে। এক্ষেত্রে নাগরিকদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই এই ব্যাপারে দ্রুত নির্বাচন করা অত্যন্ত জরুরি। এই সম্মেলন গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হওয়ার কথা ছিল। করোনা সংক্রমণের জন্য তা পিছিয়ে দেওয়া হয়েছিল। এদিন সবরকম সরকারি বিধি মেনেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page