top of page

খরচ বেড়েছে মোবাইলের, সিমকার্ড রাস্তায় ফেলে বিক্ষোভ

বেসরকারি টেলিকম পরিসেবার মাসিক খরচ বেড়ে যাওয়ায় মোবাইলের সিম কার্ড রাস্তায় ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের। পাশাপাশি সামসী স্টেশনে তিস্তা-তোর্সা ট্রেনের স্টপেজ তুলে নেওয়ারও প্রতিবাদ জানান কর্মীরা। চাঁচলের নেতাজি মোড়ে প্রায় ঘণ্টা খানেক ধরে চলে বিক্ষোভ।


তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের দাবি, বর্তমান প্রযুক্তিতে কলেজের ভরতি থেকে শুরু করে সমস্তরকমের কাজকর্ম অনলাইনের মাধ্যমে করতে হচ্ছে। কিন্তু বেশিরভাগ বেসরকারি টেলিকম সংস্থাগুলি মাসিক প্যাকেজের খরচ বাড়িয়ে দেওয়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছে সকলকে। অনেক ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাস করতে পারছেন না। পাশাপাশি সামসী স্টেশনে বহুদিন ধরেই তিস্তা-তোর্সা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ ছিল। হঠাৎ করে ওই স্টেশন থেকে স্টপেজ তুলে নেওয়ার ফলে বহু ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ความคิดเห็น


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page