top of page

সাইকেল চোর সন্দেহে যুবকের হাত-পা বেঁধে গণপ্রহার

সাইকেল চোর সন্দেহে এক যুবককে গণপিটুনির ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা শহরে। মালদা শহরের রথবাড়ি মোড় সংলগ্ন এলাকায় হাত-পা বেঁধে ওই যুবককে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা বলে অভিযোগ। ঘটনার অনেক পরে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করে।



স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে রথবাড়ি এলাকায় সাইকেল চুরির ঘটনা বেড়ে গিয়েছে। শনিবার সকালে সুজিত সরকার নামে এক যুবককে সাইকেলের তালা কাটার প্লাস নিয়ে ঘুরতে দেখে কিছু মানুষ। এরপরেই ওই যুবককে ধরে হাত-পা বেঁধে চলতে থাকে গণপ্রহার। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। তবে পুলিশ ঘটনার অনেক পরে ঘটনাস্থলে এসে ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করে। উল্লেখ্য, গণপিটুনির মতো ঘটনা রুখতে জেলা পুলিশ প্রশাসন সচেতনতামূলক প্রচার করছে জেলাজুড়ে। তারপরেও এধরণের ঘটনা ঘটছে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page