top of page

ছেলেধরা সন্দেহে যুবককে গণপ্রহার ইংরেজবাজারে

ছেলেধরা সন্দেহে আবার গণপ্রহারের শিকার এক যুবক। এদিন সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের রবীন্দ্রভবন এলাকায়৷ উত্তেজিত জনতার হাতে থেকে ওই যুবককে উদ্ধার করে নিজেদের হেপাজতে নিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।


ওই যুবকের হেপাজত থেকে দুটি চকোলেটের জার ও একটি মুম্বাইয়ের টিকিট পাওয়া যায়

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা নাগাদ ইংরেজবাজারের রবীন্দ্রভবন সংলগ্ন এলাকায় ওই যুবক স্থানীয় বাচ্চাদের চকোলেট বিলি করছিল৷ ছেলেধরা সন্দেহে স্থানীয় বাসিন্দারা ওই যুবকে ধরে ফেলে৷ চলতে থাকে গণপ্রহার৷ ওই যুবকের হেপাজত থেকে দুটি চকোলেটের জার ও একটি মুম্বাইয়ের টিকিট পাওয়া যায়৷ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ৷ উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ৷


ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, পুলিশি জেরায় ওই যুবক নিজের নাম সঞ্জয় শর্মা জানিয়েছে৷ বয়স ৩২। বাড়ি কাটিহারের আজমনগরের গোরকপুরে৷ ওই যুবককে জিজ্ঞাসাবাদের সঙ্গে নাম পরিচয়ের সত্যতা যাচাই করা হচ্ছে৷



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page