মন্ত্রীর সহকারী হিসেবে তৃণমূলি বিধায়কের মেয়ে, শোরগোল মালদায়
- আমাদের মালদা ডিজিট্যাল
- May 31
- 1 min read
মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ব্যক্তিগত সহকারী হিসেবে তৃণমূলি বিধায়ক আবদুর রহিম বক্সির মেয়েকে নিয়োগ করেছে রাজ্য সরকার। বিজেপির রাজ্য সভাপতি এনিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই জেলাজুড়ে শোরগোল পড়েছে। যদিও বিষয়টি নিয়ে মাথা ঘামাতে নারাজ মন্ত্রী কিংবা বিধায়ক। পালটা বিজেপির সুকান্ত মজুমদারকেই কটাক্ষ করেছেন তাঁরা।
শনিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, লক্ষ লক্ষ মেধাযুক্ত, যোগ্য বেকার যুবক-যুবতী চাকরির দাবি নিয়ে ফুটপাথে রাত কাটাচ্ছে, তখন নিঃশব্দে প্রভাব খাটিয়ে মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়েকে চাকরি পাইয়ে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন! রাজ্যের অসহায় যুবসমাজকে অন্ধকারে রেখে আর কতদিন এমন কীর্তিকলাপ চালিয়ে যাবে মাননীয়ার সরকার?
এনিয়ে আবদুর রহিম বকসি জানান, আমার মেয়ে বিবাহিত৷ সে শ্বশুরবাড়িতে থাকে৷ আমার বাড়িতে থাকে না৷ এর মধ্যে আমার কোনও বিষয় নেই, আমি কিছুই বলতে পারব না। আমি ওর বাবা৷ তাই সার্টিফিকেট জমা দেওয়ার সময় ও আমাকে অভিভাবক দেখিয়েছে৷ এনিয়ে কে কি মন্তব্য করতে তা নিয়ে আমার কিছু বলার নেই।

সাবিনা ইয়াসমিন জানান, সুকান্তবাবুর যা নিয়ে কথা বলছেন, সেটা প্রতিটি মন্ত্রীর ব্যক্তিগত অধিকার৷ আমরা প্রত্যেকে বছরে তিনজন করে ব্যক্তিগত সহকারী পাই৷ আমার সহকারী কে হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া আমার অধিকার৷ এই অধিকার শুধু আমার নয়, প্রতিটি মন্ত্রীরই রয়েছে৷ সুকান্তবাবু নিজেও কেন্দ্রীয় সরকারের মন্ত্রী৷ তিনিও এই অধিকার ভোগ করেন৷ তিনি কাকে কাকে নিজের ব্যক্তিগত সহকারী হিসাবে নিয়োগ করেছেন, তা প্রকাশ করুন৷ উনি আমার দলের নেতা নন যে আমাকে তাঁর প্রশ্নের উত্তর দিতে হবে৷ আর উনি যদি মনে করেন, কেন ওনার ছেলের এই চাকরি হল না, তবে উনি তাঁর ছেলের নাম আমাকে লিখিতভাবে প্রস্তাব করুন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments