top of page

গাজোলে মৃত ছাত্রের বাড়িতে ভাঙড়ের বিধায়ক নওসাদ

গাজোলের পড়ুয়ার মৃত্যুতে র্যা গিংয়ের অভিযোগ উঠেছিল। আজ মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। পরিবারের লোকদের সঙ্গে দেখা করে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি।


উল্লেখ্য, গত ১৬ অক্টোবর বাড়ির বাথরুম থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবার অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে র্যা গিংয়ের শিকার হয়েই এই পথ বেছে নিয়েছে ওই পড়ুয়া। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তবে পুলিশি তদন্তে খুশি নন পরিবারের লোকজন। শনিবার ওই পরিবারের সঙ্গে দেখা করলেন নওসাদ সিদ্দিকি।



নওসাদ বলেন, প্রত্যেক ছাত্রছাত্রী মেধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভরতি হয়। কিন্তু সেখানে গিয়ে সেই মেধা র্যা গিং কালচারে ঘুরে যায় কীভাবে? কীভাবে দিনের পর দিন র্যা গিংয়ের ঘটনা ঘটেই চলেছে। এর জন্য রাজ্য সরকার দায়ী। রাজ্য সরকারকে সমস্ত দায়িত্ব নিতে হবে। পুলিশের ভূমিকায় আমরা ধিক্কার জানাচ্ছি। ওই পরিবারের পাশে না দাঁড়িয়ে পুলিশ উলটে তাঁদের উলটোপালটা প্রশ্ন করছে। আমরা ওই পরিবারের পাশে রয়েছি।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commenti


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page