হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, প্রশ্নের মুখে নিরাপত্তা
top of page

হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, প্রশ্নের মুখে নিরাপত্তা

সরকারি হাসপাতালে ভরতি থাকাকালীন নিখোঁজ রোগী। আর এনিয়ে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায়।


হাসপাতাল সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতা নিয়ে তিনদিন আগে হরিশ্চন্দ্রপুর থানার উত্তর কুমেদপুরের বাসিন্দা আবদুল খালেক (৭২) চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে ভরতি হন। অভিযোগ, বৃহস্পতিবার সকাল দশটার পর থেকে বেড থেকে নিখোঁজ বৃদ্ধ। নিখোঁজ বৃদ্ধার মেয়ে রুকসানা খাতুন বলেন, গতকাল সকাল দশটা থেকে বাবাকে হাসপাতাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা কোথায় গেলেন, বুঝে উঠতে পারছি না। আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। ঘটনার ভিত্তিতে চাঁচল থানায় মিসিং ডায়ারি করা হয়েছে।



চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালের সুপার কুমারেশ ঘোষ জানান, আমরা পুলিশের সাহায্য নিয়েছি। পাশাপাশি হাসপাতালের সিসিটিভি ফুটেজে নজরদারি চালানো হচ্ছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page