নালা থেকে উদ্ধার নিখোঁজের মৃতদেহ, তদন্ত শুরু পুলিশের
নালা থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা শহরের সানিপার্ক সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার দুপুরে পুরসভার কর্মীরা মৃতদেহটি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।
মৃত যুবকের নাম অমল প্রামাণিক (৩২)। বাড়ি পুরাতন মালদা সাহাপুর সেতু মোড় এলাকায়। গত রবিবার থেকে নিখোঁজ ছিল অমল। তাঁর খোঁজে মাইকিং করা হয় শহর জুড়ে। মৃত যুবক মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গিয়েছে। পরিবারের লোকজন শনাক্ত করার পর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[ আরও খবরঃ শহরে লক্ষাধিক টাকার চুরি, তদন্তে পুলিশ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments