top of page

নালা থেকে উদ্ধার নিখোঁজের মৃতদেহ, তদন্ত শুরু পুলিশের

নালা থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা শহরের সানিপার্ক সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার দুপুরে পুরসভার কর্মীরা মৃতদেহটি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।


Missing man's body found in drain
দুপুরে পুরসভার কর্মীরা মৃতদেহটি দেখতে পান

মৃত যুবকের নাম অমল প্রামাণিক (৩২)। বাড়ি পুরাতন মালদা সাহাপুর সেতু মোড় এলাকায়। গত রবিবার থেকে নিখোঁজ ছিল অমল। তাঁর খোঁজে মাইকিং করা হয় শহর জুড়ে। মৃত যুবক মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গিয়েছে। পরিবারের লোকজন শনাক্ত করার পর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page